thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

রাবি শিক্ষার্থীদের ওপর গুলির প্রতিবাদে রিট

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:২৭:৩৬
রাবি শিক্ষার্থীদের ওপর গুলির প্রতিবাদে রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : সান্ধ্যকালীন কোর্স বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর আগে ও পরে কী কী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং কী কারণে গুলি চালানো হয়েছে-তার ব্যাখ্যার প্রতিবেদন আদালতে পেশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে আদেশ চাওয়া হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার রিট আবেদনটি করেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, চবির সাবেক অধ্যাপক স্বপন আদনান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক রফিক উল্লাহ খান, মেঘনাগুহ ঠাকুরতা, নারী অধিকার কর্মী শিপ্রা বোস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মানস কুমার চৌধুরী, স্বাধীন সেন, ফাহমিদুল হক, মোহাম্মদ তানজিমুদ্দিন খান মেহের নিগার, সামিনা লুতফা নৃত্য, অরুপ রাহীর পক্ষে এ রিটটি দায়ের করা হয়।

রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে পুলিশের ভূমিকা ব্যাখ্যা দিতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে তলবের আর্জিও করা হয়েছে রিটে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলি চালানোর কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি উকিল নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর