thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘স্থানীয় সরকার নির্বাচনের পর সংলাপের সম্ভাবনা’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:৩৭:০৮
‘স্থানীয় সরকার নির্বাচনের পর সংলাপের সম্ভাবনা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের পর বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে মঙ্গলবার কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কানাডার রাষ্ট্রদূত জানিয়েছেন, এ সরকারের বৈধতা নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে কানাডা চায় প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ হোক। তারা সহিংসতার পুনরাবৃত্তি দেখতে চায় না।’

আইনমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। এ নির্বাচনের পর সংলাপের সম্ভাবনা রয়েছে। বিষয়টি রাষ্ট্রদূততে জানানো হয়েছে।’

কোন দল আগে সংলাপের প্রস্তাব দেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বলে দেবে কারা আগে প্রস্তাব দেবে।’

কানাডায় পলাতক থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি সম্পর্কে উভয় দেশই ভালোভাবে জানে। খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

দ্রুত বিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়ানোর বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে যে অপরাধের শাস্তি দেওয়া হয় সেগুলো এখনও বিদ্যমান আছে।’

এক প্রশ্নের জবাবে আইনটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘তবে রাজনীতিবিদ যদি অপরাধ করে থাকেন তবে রাজনীতিবিদ হিসেবে নয়, অপরাধী হিসেবে তিনি এ আইনের আওতায় আসবেন।’

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’ এ চেয়ারম্যানের শূন্য পদ শিগগিরই পূরণ করা হবে বলে জানিয়েছেন আনিসুল হক। তিনি বলেন, ‘আরও দু’টি দিন অপেক্ষা করুন।’

গত ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর অবসরে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর