thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আশাশুনির অর্ধেক ভোটকন্দ্র ঝুঁকিপূর্ণ!

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:৪৬:৪১
আশাশুনির অর্ধেক ভোটকন্দ্র ঝুঁকিপূর্ণ!

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের অর্ধেক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার ৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে মোট ভোটার রয়েছেন এক লাখ ৯২ হাজার ২৭৭ জন।

নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন করতে সেনা, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে নয়টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে রয়েছে।

এ ছাড়া ১০ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সর্বত্র নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার সব কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে গেছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য রিপোর্টকে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর