thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আমি মেসির খুব বড় ভক্ত : নেইমার

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৪:১৯
আমি মেসির খুব বড় ভক্ত : নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক : মঙ্গলবার রাতে ম্যাচ। তার আগে তাজা সাক্ষাৎকার; ছেপেছে টাইমস অব ইন্ডিয়া। তাও আবার সময়ে অন্যতম সেরা ফুটবলার নেইমারের। তবে সেখানে মেসি গল্পকথা নিবন্ধিত হয়েছে। নিজেকে মেসির ভক্ত হিসেবে জাহির করতে একটুও কুণ্ঠাবোধ করেননি ওই ব্রাজিলিয়ান তারকা। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বাংলাদেশ সময় রাত দেড়টায় ম্যাচ খেলতে নামার আগে সাক্ষাৎকারে কি বলেছেন নেইমার; শুনুন প্রশ্ন-উত্তরপর্বে-

প্রশ্ন : আপনি সব সময়ই লিওনেল মেসির প্রশংসা করেন, কিন্তু বিশ্বকাপে তো সেই মেসিই আপনার বিপক্ষে৷ তখন কি করবেন?

উত্তর : (একটু হেসে) সত্যি বলতে আমি ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে একটা সম্ভাব্য ফাইনাল নিয়ে মেসির সঙ্গে কথাও বলেছি৷ অবশ্যই সেখানে ব্রাজিল জিতবে৷ সত্যি কথা হল, আমি মেসির খুব বড় ভক্ত৷ বার্সায় ওকে কাছে থেকে দেখার এবং এক সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি ভাগ্যবান৷ আমি সব সময়ই ওর ভাল চাই৷

প্রশ্ন : ৬ মাসের একটু বেশিই বার্সেলোনায় খেলা হল৷ সান্তোসে যেমন খেলতেন, এখনও কি তেমনই খেলেন? না ফুটবলার নেইমারের কোনও বদল হয়েছে এই ক'মাসে?

উত্তর : আমি একই আছি৷ কোনও বদল হয়নি৷ যদিও নতুন দল, নতুন দেশ এবং নতুন শহরে এসে অভিজ্ঞতা আরও বেড়েছে৷ নতুন জায়গায় এলে নতুন জিনিস শেখা যায়৷ নতুন সংস্কৃতি রপ্ত করতে হয়৷ এটা বেশ উপভোগ করছি।

প্রশ্ন : যতটা তাড়াতাড়ি আপনি নতুন ক্লাবে মানিয়ে নিতে পেরেছেন, তাতে কি নিজে অবাক?

উত্তর : আমি বলব না, অবাক হয়েছি৷ ফুটবলার, ক্লাবকর্তা সব কিছু মিলে এত ভাল একটা পরিবেশ পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ৷ আমার ভাগ্য সহায় থেকেছে বলেই হয়তো এত সুন্দর একটা পরিবেশে এসে পড়েছি৷ এখন মনে হয়, এই একতার জন্যই এখানে সব কিছু এত ভালভাবে চলছে৷

প্রশ্ন : তা হলে ব্রাজিলের কী কী জিনিস এখানে আপনি মিস করছেন?

উত্তর : আমার বাড়ি, পরিবার এবং বন্ধুদের৷ তবে নতুন জিনিসের স্বাদ পেয়েও ভাল লাগছে৷ ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, কোনও ইউরোপীয় ক্লাবে খেলার৷ বার্সেলোনার মতো এত বড় ক্লাবে সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত৷ এই শহরের সব কিছুই আমার ভাল লাগে৷ এখানকার মানুষজন, আবহাওয়া সব কিছুই৷ এই সব কিছুর সঙ্গে আমার দেশেরও অনেক কিছুর মিল পাই৷ এখানে একটা সমুদ্র সৈকতও আছে!

প্রশ্ন : আপনার কী মনে হয়, স্পেন সেই হারের বদলা নেবে জুন মাসে? আপনাদের সঙ্গে তো প্রি কোয়ার্টার ফাইনালেই দেখা হওয়ার সম্ভাবনা ওদের...৷

উত্তর : না৷ আমি মনে করি না বিশ্বকাপে প্রতিশোধ বলে কিছু হয়৷ কারণ বিশ্বকাপে যারাই ব্রাজিলে পা রাখবে, তারাই জিততে চাইবে৷ খুব লড়াই হবে আশা করছি৷ প্রত্যেকটা দলই ভাল ভাবে প্রস্তুতি নেবে৷ তবে আমার মনে হয় ফাইনালে উঠে কাপ জয়ের সুযোগ আমাদের রয়েছে৷ এর জন্যই আমরা খাটছি৷ স্বপ্নকে সত্যি করার জন্যই পরিশ্রম করছি৷

প্রশ্ন : কনফেডারেশন্স কাপের ফাইনালে মারাকানা স্টেডিয়ামে দুর্দান্ত পরিবেশ ছিল৷ সমর্থকদের সকলের মুখে জাতীয় সঙ্গীত শোনা গিয়েছিল৷ পুরোমাত্রায় দর্শক সমর্থন পেয়েছিলেন তখন৷ কেমন লেগেছিল সে দিন ওই পরিস্থিতিতে খেলতে?

উত্তর : ওহ্, সত্যিই অসাধারণ৷ আমি নিশ্চিত, বিশ্বকাপেও আমাদের জন্য এমন সমর্থন থাকবে৷ কনফেডারেশন কাপের থেকেও বেশি আবেগ থাকবে বিশ্বকাপে৷

প্রশ্ন : বিশ্বকাপ জয়ী কোচ লুই ফিলিপ স্কোলারি যোগ দেয়ার পর ব্রাজিল জাতীয় দলের কতটা বদল হয়েছে?

উত্তর: ঠিক জানি না কতটা বদল হয়েছে৷ আমার মনে হয়, দল হিসেবে একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হয়েছে আমাদের৷ অনুশীলনের জন্য আমাদের কিছুটা সময় দরকার ছিল; ছিল পরস্পরের সঙ্গে বোঝাপড়া তৈরি করতেও৷ আমরা সেই সময়টায় কনফেডারেশন্স কাপে পেয়েছি৷ ওখানে সব কিছু প্ল্যান মাফিক হয়েছে৷ দলের মধ্যে দুর্দান্ত একতা এসেছে৷ শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও আমরা এক সঙ্গে থেকেছি৷ এই সব কিছুর ফলে মনোবল দারুণ বেড়েছে৷ খেতাব জিততে এটা অবশ্যই সাহায্য করেছে৷

প্রশ্ন : কোচ হিসেবে স্কোলারির প্রধান শক্তি কী?

উত্তর : মানুষ হিসেবে উনি সাধারণ এবং মুখচোরা প্রকৃতির, খানিকটা আমাদেরই মতো৷ কখনও মজা করেন, মজার কথা বলেন৷ আবার যখন কড়া হওয়ার দরকার হয়, তখন কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হন না৷ খুবই পরিশ্রমী৷ সবসময়ই জিততে চান৷ সব মিলিয়ে মানুষ হিসেবেও দুর্দান্ত৷ এই জন্যই উনি দলের জন্য জয় এনে দিতে পারেন৷

প্রশ্ন: দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপে নামার অনুভূতিটা কেমন?

উত্তর : এটা দারুণ সুযোগ৷ আমরা খুবই খুশি বিশ্বকাপ এ বার দেশে হচ্ছে৷ ভাবতে খুব ভাল লাগছে, আমাদের দেশে গোটা বিশ্বের মানুষ আসবেন৷

প্রশ্ন: দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপে নামার অনুভূতিটা কেমন?

উত্তর : এটা দারুণ সুযোগ৷ আমরা খুবই খুশি বিশ্বকাপ এ বার দেশে হচ্ছে৷ ভাবতে খুব ভালো লাগছে, আমাদের দেশে গোটা বিশ্বের মানুষ আসবেন৷ আমাদের দেশে থেকে দেশটাকে দেখার সুযোগ পাবেন৷ আমি নিশ্চিত, ব্রাজিল সবাইকেই স্বাগত জানাবে৷
প্রশ্ন : চূড়ান্ত ক্রীড়াসুচিক ড্র কি দেখেছেন?

উত্তর : অবশ্যই দেখেছি৷ আমি তখন বার্সেলোনায়৷ ক্লাবেই দেখেছি৷ আমরা খুব কঠিন গ্রুপে৷ দুর্দান্ত সব দল আছে আমাদের গ্রুপে৷ আপনি যদি জিজ্ঞেস করেন, আমি কীভাবে আমার প্রতিপক্ষকে দেখছি, তা হলে আমি বলব এখনকার দিনে সব দলই তুল্যমূল্য৷ তাই এখন নিজের খেলাতেই বেশি মনোঃসংযোগ করতে হয়৷ যে কোনও চমক প্রতিপক্ষের তরফ থেকে থাকতে পারে৷ তার জন্য নিজের প্রস্তুত থাকাটা জরুরি৷

প্রশ্ন : বিশ্বকাপের আগে দেশের সমর্থকদের কী বলবেন?

উত্তর : ওদের স্বপ্ন পূরণ করতে জাতীয় দলের ২৩ জন ফুটবলার তাদের সবটুকু দিয়ে পরিশ্রম করবেন৷ ওরা আমাদের ওপর আস্থা রাখুন৷ ওদের সমর্থনই আমাদের বিশ্বকাপ জেতার রাস্তায় পৌঁছে দেবে৷

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর