thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

সেন্টমার্টিনে ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

২০১৬ ডিসেম্বর ০৬ ১৪:০০:০১
সেন্টমার্টিনে ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

চট্টগ্রাম অফিস : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ৪ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্বজোন।

মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ ও দক্ষিণপাড়া পশ্চিম বিচ এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড।

আটককৃতরা হলেন- বাবুল মিয়া (১৮), মো. জনি (৩৫), মো. ইদ্রিস (৩২), মো. জুবায়ের (১৮)। তাদের বাড়ি কক্সবাজার জেলায়।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) ওমর ফারুক এ খবর নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লে. আতাউর রহমানের মৃধার নেতৃত্বে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের ২ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে আরেকটি অভিযানে রাত পৌনে ২টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণপাড়ার পশ্চিম বিচ সংলগ্ন এলাকায় সন্দেহজনক বোটকে তল্লাশির চেষ্টাকালে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পাথরের আঘাতে তলা ফুটো হয়ে যাওয়া আংশিক নিমজ্জিত বোটটি তল্লাশি করে তিনটি বাক্স পাওয়া যায়। এসব বাক্সে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, দুটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এম/ডিসেম্বর ৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর