thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভারত নিয়ে আশাবাদী গাভাস্কার

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৮:১০
ভারত নিয়ে আশাবাদী গাভাস্কার

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ড বাজে পারফর্ম করার পরও ভারত টোয়েন্টি২০ বিশ্বকাপ জিতবে-এমনটাই বিশ্বাস ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কারের। সফরে বেজায় নাকাল হয়েছে ভারত। ওয়ানডে সিরিজে ভারতের ০-৪ হারের পর টেস্টেও হেরেছে।

সুনীল গাভাস্কার বলেছেন, ‘আমার মনে হয় এবারের নিউজিল্যান্ড সফর এবং সামনের বছর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফর ভারতের বিশ্বকাপ সম্ভাবনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে৷ নিউজিল্যান্ডে কী হয়েছে না হয়েছে, তার প্রভাব বিশ্বকাপে পড়ার কথা না৷'

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের অবসরের পর ভারতীয় ক্রিকেট পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে বলেই মনে করছেন সুনীল। বলেছেন, 'দেখাই যাচ্ছে, দলে অনেক নতুন মুখ এসেছে৷ একদিনের সিরিজ থেকে নিশ্চয়ই তারা অনেক কিছু শিখেছে৷ পরিস্থিতির সঙ্গে কীভাবে মানাতে হবে, তা আস্তে আস্তে রপ্ত করছে৷ আমার মনে হয়, এই টিম শেখার ব্যাপারে আগ্রহী৷ আরও জরুরি সব সময় উন্নতি করার একটা চেষ্টা রয়েছে৷ তা খুব ভালো লক্ষণ৷ আমার বিশ্বাস বিশ্বকাপে সবাই আরও বেশি ভালো করার চেষ্টা করবে।'

২০১১ বিশ্বকাপের পর ৩ বছরে ফিল্ডিং দল হিসেবে ভারত অনেক উন্নতি করেছে। গাভাস্কার বলেছেন, '২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল, ফিল্ডিংয়ের মান কিন্তু বিশ্বমানের ছিল না৷ এখনকার টিম কিন্তু ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে৷ এই টিমে অনেক নতুন মুখ আছে যারা মাঠে বাড়তি রান বাঁচানোর জন্য মরিয়া থাকে৷ তা অনেক সময় পার্থক্য গড়ে দেয়৷' সঙ্গে যোগ করেছেন, 'ভারতীয় দল যথেষ্ট প্রতিভাবান৷ আগামী এক বছরে আরও পরিণত হবে৷ বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়াই যায়৷'

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর