thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘নির্বাচনকে জাপাই বেশি প্রশ্নবিদ্ধ করেছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৮:০৮:৩৮
‘নির্বাচনকে জাপাই বেশি প্রশ্নবিদ্ধ করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘নির্বাচনকে জাপাই বেশি প্রশ্নবিদ্ধ করেছে’ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার বিকেলে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জু বলেন, ‘এত টাকা দিলে আসব, নয় তো আসব না, এমন করতে করতে জাপা নির্বাচনে শেষ পর্যন্ত অংশ নেয়। এই আচরণের জন্য অন্যান্য দল থেকে নির্বাচনকে জাপাই বেশি প্রশ্নবিদ্ধ করেছে। আমাদের অনেকেই জিজ্ঞেস করেছে, কই আমাদের টাকা কই। আসলে ওই দিক দিয়ে আমি আর শেখ শহীদ ব্যর্থ। কারণ আমরা বাণিজ্য করিনি। আমরা স্বচ্ছ-পরিচ্ছন্ন রাজনীতি করি।’

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আরও বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য যে যুদ্ধ আমরা করেছিলাম, তা এখনও শেষ হয়নি। এখনও ব্যক্তি ও দলকেন্দ্রিক আদর্শিক যুদ্ধ চলছে। তাই সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন সফল করতে ব্যর্থ হয়েছি।’

পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘পরিবেশ সারা বিশ্বেই গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু আমাদের দেশে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে দুর্নীতির আখড়া মনে করে সবাই। আসলে বাংলাদেশের কোথায় দুর্নীতি নেই? তাই বলে আমি কিন্তু নিজেকে উৎসাহিত করছি না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মহাসচিব শেখ শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকি, প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান ও আব্দুর রহিম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর