thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে ওড়না জড়িয়ে কলেজছাত্রীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৮:২৪:২৮
রাজধানীতে ওড়না জড়িয়ে কলেজছাত্রীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ নন্দীপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না জড়িয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নন্দীপাড়া নূর মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

মৃত ছাত্রীর নাম সানজিদা আক্তার অনি (২২)। সে উত্তরার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল শেষ বর্ষের ছাত্রী। তার বাবার নাম শাহজাহান হোসেন। পূর্ব নন্দীপাড়ায় তাদের বাসা।

নিহত সানজিদার চাচা আমিনুর রহমান জানান, নন্দীপাড়ায বিউটি পার্লার থেকে বাসায় ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না জড়িয়ে মারাত্মক আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন-বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর