thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জাবিতে ছিনতাইয়ের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৮:৩১:২৬
জাবিতে ছিনতাইয়ের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আটক দুই শিক্ষার্থী হলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের ইয়াছির আহমেদ এবং পরিসংখ্যান বিভাগের ৪১তম ব্যাচের আতিকুল ইসলাম। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

ভর্তিচ্ছু শিক্ষার্থী শ্যামল বিশ্বাস বলেন, ‘কেন্দ্রীয় খেলার মাঠের পাশের নির্জন জায়গায় আমি ও আমার এক বন্ধুকে ডেকে নিয়ে যায় ইয়াছির ও আতিকুল। এরপর তারা আমাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে ছাত্রলীগের তথ্যকেন্দ্রে গিয়ে বিষয়টি জানাই।

জাবি শাখা ছাত্রলীগের গণযোগাযোগ সম্পাদক তারেক হাসান বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিযোগে অভিযুক্তদের প্রক্টরিয়াল বডির কাছে সোর্পদ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হলে আটকদের বহিষ্কারের সুপারিশ করা হবে।

অভিযুক্তরা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে জানান, কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/এএস/একে/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর