thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

দুই কোম্পানির শেয়ার ইস্যুর আবেদন বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৮:৪৮:২০
দুই কোম্পানির শেয়ার ইস্যুর আবেদন বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঋণের বিনিময়ে শেয়ার ইস্যু সংক্রান্ত দুই কোম্পানির আবেদন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হচ্ছে- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি।

মঙ্গলবার কমিশনের ৫১০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানি দুটি ঋণ রূপান্তরের মাধ্যমে সাধারণ শেয়ার ইস্যুর আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারেনি। বিধায় এ দুই কোম্পানির আবেদন গ্রহণযোগ্য হয়নি।

উল্লেখ্য, কোম্পানি দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর