thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানা

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৯:২১:২৪
ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের জাতীয় সংসদ লোকসভায় বিতর্কিত তেলেঙ্গানা বিলটি পাস করা হয়েছে। বিলটি মঙ্গলবার সন্ধ্যায় পাসের মধ্য দিয়ে দেশটির ২৯তম রাজ্য হিসেবে আবির্ভাব ঘটল তেলেঙ্গানার।

বিলটি পাসের সময় সীমান্ধ্র অঞ্চলের সংসদ সদস্যদের ব্যাপক বিরোধিতার মুখে লোকসভায় হট্টগোল শুরু হলে সংসদ অধিবেশন টিভিতে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের ঘটনা দেশটির ইতিহাসে এবাই প্রথম।

বিলটি পাস হওয়ায় ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্য সৃষ্টিতে আর কোনো বাধা রইল না। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার জন্য বিলটি রাজ্যসভায় পাস হতে হবে।

বিলটি পাসের ক্ষেত্রে দেশটির প্রধান বিরোধী দল বিজেপি পুরোপুরি সমর্থন করে। তবে বিজেপি নেতারা জানায়, এ সময় সংসদ অধিবেশন টিভিতে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়ার বিষয়টি জানেন না তারা।

পৃথক তেলেঙ্গানা রাজ্য করার দাবিতে পাঁচ দশক ধরেই ভারতে আন্দোলন চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার আকস্মিকভাবে ঘোষণা দেয় নতুন তেলেঙ্গানা রাজ্য করার বিষয়টি অনুমোদন দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল ও রায়ালসীমা এলাকায় সহিংস বিক্ষোভ শুরু হলে সরকার পিছু হটে। গত ১৩ ফেব্রুয়ারি তুমুল হট্টগোলের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে দাবি করেন, তিনি তেলেঙ্গানা বিলটি উত্থাপন করে দিয়েছেন। আর মঙ্গলবার এটি পাস হল।

১৯৪৮ সালে তেলেঙ্গানা সে সময়কার ভারতের হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ওই বছরই ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে রাজ্যটিকে বৃহত্তর ভারতের অন্তর্ভুক্ত করে। ১৯৫০ সালে তেলেঙ্গানা হায়দ্রাবাদ রাজ্য হয়। এরপর ১৯৫৬ সালের ১ নভেম্বর তেলেঙ্গানা অন্ধ্রর সঙ্গে একীভূত হয়। অন্ধ্রকে মাদ্রাজ থেকে বের করে নিয়ে আসা হয় অন্ধ্র প্রদেশ নামে তেলেগু ভাষাভাষীদের একটি ঐক্যবদ্ধ প্রদেশ গঠন করার জন্য।

১৯৬৯ সালে আলাদা তেলেঙ্গানা রাজ্য গঠন আন্দোলন শুরু হয়। আর ১৯৭২ সালে শুরু হয় পৃথক অন্ধ্র প্রদেশ রাজ্য গঠন আন্দোলন। এরপর বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে পৃথক তেলেঙ্গানা রাজ্য সৃষ্টির আন্দোলনটি অবশেষে সফলতার মুখ দেখল ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি।

(দ্য রিপোর্ট/এমএটি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর