thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সকালে শ্রীলঙ্কা-দুপুরে মুশফিকদের অনুশীলন

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২০:০২:০৩
সকালে শ্রীলঙ্কা-দুপুরে মুশফিকদের অনুশীলন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার দুপুর ১টায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর আগে ২ দলই ঘাম ঝরাতে মাঠে নামবে বুধবার। সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। একই স্থানে দুপুর দেড়টায় অনুশীলন করবে বাংলাদেশ দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় এবং শনিবার তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। লো-স্কোরিং ওই ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর