thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে ‘আমেরিকান কর্নার’ উদ্বোধন করলেন মজিনা

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২০:০৪:২২
রাজশাহীতে ‘আমেরিকান কর্নার’ উদ্বোধন করলেন মজিনা

রাজশাহী অফিস : নগরীর উপশহর এলাকায় মঙ্গলবার বিকেলে আমেরিকান কর্নার উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

উদ্বোধনকালে তিনি বলেন, গণতন্ত্রের আদর্শ ও মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের সুশীল সমাজ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার প্রতি আমেরিকা-বাংলাদেশ উভয় দেশের সংকল্পের প্রতিফলন ঘটবে রাজশাহীর এই আমেরিকান কর্নারের মাধ্যমে।

রাষ্ট্রদূত আরও বলেন, কর্নারটি জানার ও দেখার কেন্দ্রে পরিণত হবে। দর্শনার্থীরা শত শত বই ও চলচ্চিত্র, ইন্টারনেট, শিক্ষা সংশ্লিষ্ট জার্নাল ও আরও অনেক কিছু ব্যবহার করার সুযোগ পাবে। পাশাপাশি আমেরিকান উচ্চতর শিক্ষায় সুযোগ পেতে প্রয়োজনীয় পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা বিভিন্ন সামগ্রী ব্যবহারের সুযোগ পাবে।

তিনি বলেন, আমেরিকায় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের সংখ্যা দশগুণ বৃদ্ধিতে এই কর্নারটি সহায়তা করবে।

অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসনে বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সি সেন্টারের কো-অর্ডিনেটর প্রফেসর ইমরোজ মোহাম্মদ সোয়েব, মার্কিন দূতাবাসের কর্মকর্তা মাইকেল হারকারসহ স্থানীয় গণম্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মজিনা বুধবার বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন। জাদুঘরে সম্প্রতি প্রায় ৭৫ লাখ টাকার অভ্যন্তরীণ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এটি রাষ্ট্রদূতের সাংস্কৃতিক সংরক্ষণ তহবিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থায়ন করে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর