thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুপচাঁচিয়ায় মাদ্রাসাছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার ৩

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২০:১৩:৫৬
দুপচাঁচিয়ায় মাদ্রাসাছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় মাদ্রাসাছাত্র হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দুজনকে ঢাকা থেকে এবং রাতে একজনকে দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- দুপচাঁচিয়া সদরের সরদারপাড়া মহল্লার রনি (২২), পালপাড়া মহল্লার কাকন মোহন্ত (২৩) ও কালীতলা মহল্লার শাহাদত হোসেন (১৯)।

৯ ফেব্রুয়ারি মাদ্রাসাছাত্র আবদুর রহমানের (৬) মৃতদেহ উদ্ধারের আট দিনের মাথায় পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা জানায়, উপজেলা সদরের সরদারপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে আবদুর রহমানকে ৭ জানুয়ারি অপহরণ করা হয়। পরে শিশুটির বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলে ২০ হাজার টাকা দাবি করা হয়। তার বাবা বিকাশের মাধ্যমে তিন দফায় সাড়ে নয় হাজার টাকা পাঠান। পরে তারা ওই শিশুকে ফেরত না দিয়ে দুপচাঁচিয়া মহিলা কলেজ রাস্তার পাশে পরিত্যক্ত চাতালে নেশার বড়ি খাইয়ে অচেতন করে হত্যা করে।

মামলার তদন্ত কর্মকর্তা দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহসিন আলী দ্য রিপোর্টকে বলেন, তারা হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণের জন্য আদালতে হাজির করা হবে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ দ্য রিপোর্টকে বলেন, আসামিদের মুঠোফোনের সূত্র ধরে চিহ্নিত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

নিহত আবদুর রহমান দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল। ৭ জানুয়ারি অপহরণের দুদিন পর তার বাবা দুপচাঁচিয়া থানায় ছেলে হারানোর সাধারণ ডায়েরি করেন।

৯ ফেব্রুয়ারি শিশুটির মৃতদেহ উদ্ধারের পর তার বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এমএআর/এনঅই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর