thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মিল্কভিটার ৩ কর্মকর্তাকে দুদকে তলব

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২০:২৫:০৮
মিল্কভিটার ৩ কর্মকর্তাকে দুদকে তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের (মিল্কভিটা) তিন কর্মকর্তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন- মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান, সদস্য ফারুক আহম্মদ ও বেলাল হোসেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে মঙ্গলবার তাদের কাছে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে তাদের আগামী ৬ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দুদকে হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, গত বছরের জুন মাসে অন্তত ১০টি অভিযোগ প্রাপ্তির পর কমিশন তা অনুসন্ধান শুরু করে। এর আগে, মিল্কভিটার উর্ধ্বতন কর্মকর্তা আব্দুল আহাদ আনসারীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক। প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা আলতাফ হোসেনের রাজধানীর পল্লবীতে দুটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ছাড়া তার ১০ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার ও একটি তৈরি পোশাক কারখানা রয়েছে।

ইতোমধ্যেই প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. শহিদুজ্জামান খানের বিরুদ্ধে পৃথক ১০টি চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। ১৯৯৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে তিনি এক কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৯৩৬ টাকা আত্মসাত করেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর