thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

প্রথমবারের মতো আদালতে মোশাররফ

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২০:৪৮:২২
প্রথমবারের মতো আদালতে মোশাররফ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার এক রাজনৈতিক ষড়যন্ত্র মামলায় বিচারের মুখোমুখি করার জন্য তাকে দেশটির এক আদালতে শুনানির জন্য হাজির করা হয়।

কঠোর নিরাপত্তায় ৭০ বছর বয়সী মোশাররফকে ইসলামাবাদের ন্যাশনাল লাইব্রেরিতে স্থাপিত ওই আদালতে হাজির করা হয়।

নিরাপত্তা ও স্বাস্থ্যজনিত কারণে এর আগের শুনানিগুলোতে তাকে আদালতে হাজির করা যায়নি। তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মোশাররফের বিরুদ্ধে বে-আইনিভাবে পাকিস্তানের সংবিধান স্থগিত করা এবং ২০০৭ সালে অবৈধভাবে জরুরি শাসন জারির অভিযোগ আনা হয়।

মোশাররফই পাকিস্তানের প্রথম সাবেক সামরিক শাসক যাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে।

এদিকে, মোশাররফের আইনজীবীরা বলছেন, তার বিচার কোন বেসামরিক আদালতে নয়, বরং সামরিক আদালতে করা উচিৎ।

অবশ্য ওই আদালত এখনও মোশাররফের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করেনি। একজন সাবেক সেনাপ্রধানের বিচার করার এখতিয়ার তাদের রয়েছে কিনা সে বিষয়ে আদালতটি সিদ্ধান্ত নেবে আগামী শুক্রবার।

মোশাররফের বিরুদ্ধে হত্যা এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করারও অভিযোগ আনা হয়েছে। তবে মোশাররফ তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।

তার দাবি, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রসঙ্গত, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা মোশাররফ পাকিস্তানের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাষ্ট্রপ্রধান। ২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/এমএটি/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর