thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সাভারের সেই এএসআই বরখাস্ত, তদন্ত কমিটি

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২১:০৮:৪৪
সাভারের সেই এএসআই বরখাস্ত, তদন্ত কমিটি

সাভার সংবাদদাতা : র‌্যাবের অভিযানে গ্রেফতার সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান, র‌্যাবের হাতে আটক পুলিশ কর্মকর্তা ফজিকুল ইসলামকে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও ঘটনা তদন্তে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ। এ কমিটিকে বুধবারের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার জানান, ঘটনার সঙ্গে র‌্যাবের অভিযোগের কিছু অসঙ্গতি এরই মধ্যে বেরিয়ে এসেছে।

তিনি জানান, মামলার অভিযোগে র‌্যাব ডলার সংক্রান্ত বিষয়টি এড়িয়ে চলেছেন। অথচ ডলার আটক করা নিয়েই বিষয়টির সূত্রপাত। র‌্যাব কর্মকর্তা ক্যাপেন্ট নাহিদুল ইসলাম আহত হওয়ার বিষয়টিও এ ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন তিনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর