thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২১:২৪:১১
আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

সাভার সংবাদদাতা : আশুলিয়ায় আবু তালেব (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জিরাবর পুকুরপাড় এলাকায় নিহতের নিজ বাড়ির একটি কক্ষের ভেতর থেকে মঙ্গলবার বিকেলে তার মৃত উদ্ধার করা হয়। সে আশুলিয়া থানার জিরাব পুকুরপাড় এলাকার শুকুর আলীর ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরির্দশক মনিরুজ্জামান দ্য রিপোর্টকে বলেন, নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ছাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবু তালেব নিয়মিত মাদক সেবন করে আসছিল। মঙ্গলবার সকালেও সে পরিবারের কাছে টাকা চেয়েছিল। তবে নেশার টাকা না দেওয়ায় নিজের ওপর অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তারা জানান।

মাদকের টাকা না পেলে নির্মাণ শ্রমিক প্রায়ই তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করত।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর