thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির সংশয়

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২১:৪৭:৪১
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির সংশয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও সরকার প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ এনে উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি।

দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করেন।

রিজভী বলেন, ‘উপজেলা নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে সরকারি ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’

নির্বাচন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘জনগণের কাছে এ জন্য জবাবদিহিতা করতে হবে।’

রিজভী অভিযোগ করেন, ‘নির্বাচনের আগে ক্ষমতাসীনদের ক্যাডাররা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিতে আগ্রাসি ভূমিকা নিয়েছে। ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। বোমাবাজি করে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছে, আগ্নেয়াস্ত্রের শোডাউন দিচ্ছে।’

আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি উপজেলা নির্বাচনে এসেছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, ‘উপজেলা নির্বাচনের ঠিক আগেই আওয়ামী লীগের ‘লোকাল থিম’হচ্ছে হত্যা ও নির্যাতন। এর মাধ্যমে তারা নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নিতে সংশ্লিষ্ট এলাকায় ভীতি সঞ্চার করছে। নির্বাচন কমিশন এবং ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও কার্যত কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।’

তিনি বলেন, ‘প্রশাসন যেভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে তাতে মনে হচ্ছে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ডেথ ওয়ারেন্টের ফ্রি লাইসেন্স দিয়েছে।’

এ সময় ভারতকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘প্রভুদের আশীর্বাদ পেতে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে অবলীলায় দেশের ভেতর থেকে ট্রানজিট দেওয়া হচ্ছে, তিস্তা চুক্তি হচ্ছে না, অভিন্ন পানি নিষ্পত্তির বিষয়ে অগ্রগতি নেই, সীমান্তে হত্যা নিয়ে প্রতিবাদের ভাষা বন্ধ। সবই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে ছিলেন- দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

( দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৮,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর