thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন খালেদা জিয়া

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২২:২৩:১৯
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেশাজীবী সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয় মঙ্গলবার রাত সাড়ে ৯টায়।

মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ বিভিন্ন গণমাধ্যমের ইউনিট প্রধানগণ।

এ ছাড়াও বেশ কয়েকজন আঞ্চলিক সাংবাদিক নেতাও খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময়ে যোগ দেন।

বিএনপির পক্ষ থেকে এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্মিলিত পেশাজীবী পরিষদ, প্রকৌশলী নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ ও চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/এএস/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর