thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইউক্রেনে ফের সংঘর্ষ, নিহত ৩ আহত ১৫০

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২২:৩৭:১৯
ইউক্রেনে ফের সংঘর্ষ, নিহত ৩ আহত ১৫০

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। সরকারবিরোধীদের দাবি মঙ্গলবারের এ ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। আর গুরুতর আহতদের বেশ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক।

গুরুতর আহতরাও প্রায় মৃত্যুর কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন বিরোধী নেতারা।

প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের ক্ষমতা সীমিত করতে বিরোধীদের প্রস্তাবিত এক সাংবিধানিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে সরকারদলীয় এমপিদের বিরোধিতার প্রতিবাদে নতুন করে এ বিক্ষোভ শুরু হয়। বিরোধিরা সংস্কার পরিকল্পনাটি বিল আকারে ভোটাভুটির জন্য সংসদে উত্থাপনের দাবি করেছিলেন। কিন্তু সরকারদলীয় এমপিরা এর বিরোধিতা করেন।

বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন দখলের উদ্দেশে বিক্ষোভযাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুলিশ পার্লামেন্টের সামনে গাড়ির ব্যারিকেড দিয়ে রাখে।

এর আগে রবিবার থেকে বিক্ষোভকারীরা সরকারের দেওয়া এক সাধারণ ক্ষমার প্রতিশ্রুতির বিনিময়ে ভবনগুলোর দখল ছেড়ে দিতে থাকে। সোমবার সরকার এক সাধারণ ক্ষমা কার্যকর করার ঘোষণা দেয়।

কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে এক সাংবিধানিক সংস্কার পরিকল্পনাকে কেন্দ্র করে এখন আবার নতুন করে এ সংঘর্ষ শুরু হলো।

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিরুদ্ধে এ সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে এক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করায় ইউক্রেনের চলমান বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিয়েভের সিটি হল ও অন্যান্য সরকারি ভবনগুলো প্রায় দু’মাস ধরে দখল করে রেখেছিল। সূত্র : বিবিসি ও আল জাজিরা।

(দ্য রিপোর্ট/এমএটি/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর