thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জাবিতে সংঘর্ষে আহত দুই

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২২:৪৩:১৭
জাবিতে সংঘর্ষে আহত দুই

দ্য রিপোর্ট প্রতিবেদক : তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জাবি শাখা ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। তারা হলেন- ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৪১তম আবর্তনের শিক্ষার্থী মুশফিক ও বাংলা বিভাগের ৪০তম আবর্তনের পরশ।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বই কেনার সময় কোনো এক কারণে কামাল উদ্দিন হলের ছাত্রলীগকর্মী মুশফিক ও পরশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র তানভীর ও রাতুলকে চড় মারে। পরবর্তী সময়ে তানভীর ও রাতুল তার হলের বন্ধুদের এ ঘটনা জানালে ওই হলের আসিফ, চন্দন, রিজওয়ানের নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষার্থী কামাল উদ্দিন হলের ছাত্রলীগকর্মী মুশফিক ও পরশকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

এতে মুশফিক ও পরশ আহত হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিচার করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মুজিবুর রহমান বলেন, শৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর