thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

হোটেল রিজেন্সির দু’পরিচালকসহ গ্রেফতার ৩

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২৩:৪৭:৪৫
হোটেল রিজেন্সির দু’পরিচালকসহ গ্রেফতার ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থ প্রতারণার অভিযোগে হোটেল রিজেন্সির দুই পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তাদেরকে হোটেল রিজেন্সি ও খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এরা হলেন- হোটেল রিজেন্সির পরিচালক মোসলে আহমেদ ও আরিফ মোতাহার এবং ম্যানেজার কায়েস মুন্সি।

খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বলেন, খিলক্ষেত থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও হত্যার ভয়ভীতি দেখানোর অভিযোগে মঙ্গলবার বিকেল ৩টায় ফয়সাল আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫। তিনিও ওই হোটেলের একজন পরিচালক। ব্যবসায়ীক বিরোধ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।


হোটেল রিজেন্সির তথ্য অফিসার আরিফা আহমেদ জানান, ‘আমাদের হোটেলের মূল পরিচালক দেশের বাইরে রয়েছেন। পরিচালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ বিরোধ সৃষ্টি হয়েছে। তবে পরিচালক ফয়সাল আহমেদ যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ সত্য নয়। এ বিষয়ে শিগগির সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএন/এএস/এসবি/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর