thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীর উত্তরখানে চাঁদাবাজির আসামি গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ০২:৪৪:০৭
রাজধানীর উত্তরখানে চাঁদাবাজির আসামি গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরখান এলাকায় মো. রিপন (৩৩) নামের এক চাঁদাবাজি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরখান থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিপনকে গ্রেফতার করতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। গুলি শরীরে না লাগলেও রিপন ঝিলে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে গ্রেফতার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রিপন এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এএস/এসবি/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর