thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হবিগঞ্জে একুশে বইমেলা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ০৩:৪৩:১৬
হবিগঞ্জে একুশে বইমেলা শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় স্থানীয় পৌরসভা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

হবিগঞ্জ পুলিশ সুপার কামরুল আমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি তাসলিমা খানের দ্বিতীয় উপন্যাস ‘ফিরে আসা’র মোড়ক উন্মোচন করে মেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল মুক্তাদির, সাবেক অধ্যক্ষ বৃন্দাবন সরকারি কলেজের প্রফেসর মো. আব্দুল্লাহ।

হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ জিকে গউছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বইমেলা উদযাপন কমিটির কাউন্সিলর ও আহ্বায়ক মো. জাহির উদ্দিন।

উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক তাহমিনা বেগম গিন্নি, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, সৈয়দা লাভলী সুলতানা, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন দুলাল, কাউন্সিলর নূর হোসেন, গৌতম কুমার আচার্য্য প্রমুখ।

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগীত পরিবেশন করেন দক্ষিণ কোরিয়া থেকে আগত অতিথি শিল্পীবৃন্দ ও হবিগঞ্জের সাংস্কৃতিক পরিষদ।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর