thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

মিরসরাইয়ে দুই সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ০৪:১৯:৩৯
মিরসরাইয়ে দুই সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে বুধবার প্রথম পর্বের ভোটগ্রহণ। ৪ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী উৎসব। টানা ১৪ দিন নানা প্রচার-প্রচারণায় মুখর ছিল পুরো জনপদ। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী। তারা সবাই ভোটারদের আকৃষ্ট করতে বাড়ি বাড়ি ধরনা দিয়েছেন।

মিরসরাইয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, স্থানীয় খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈন উদ্দিন মাহমুদ।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা ও চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের যুব ও মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার কাকলী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোট দিবেন ২ লাখ ৭৩ হাজার ৩৩৯ জন। ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন ৯৬ প্রিসাইডিং, ৭৯৭ সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৫৮২ জন পোলিং অফিসার। এ ছাড়া সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানকার মোট ভোটকেন্দ্র ৯৬টি। এগুলোর মধ্যে ৪৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন দুই হাজারেরও বেশি পুলিশ ও আনসার সদস্য। সহযোগী বাহিনী হিসেবে মাঠে থাকবে ছয় সেকশন (৬০ জন) বিজিবি সদস্য, ৪৮ জন র‌্যাব সদস্য। এ ছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন ৬০ সেনা সদস্য।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুটি থানার ৯৬টি কেন্দ্রের প্রতিকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ সদস্য দায়িত্ব পালন করবেন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর