thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র ইউক্রেন, নিহত ২১

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ০৯:০৫:৩৪
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র ইউক্রেন, নিহত ২১

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভস্থল পুলিশের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মঙ্গলবার পুলিশসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্বরে বিক্ষোভকারীদের প্রধান কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বাজি পোড়ানো হয়েছে। বাজি থেকে বড় ধরনের আগুন লাগার ঘটনাও ঘটেছে।

বিরোধীদলীয় নেতা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে পরবর্তী সময়ে সাক্ষাৎ করেন। তেবে তারা কোনো সমাধানে আসতে পারেননি।

বিরোধীদলীয় নেতা ভিটালি ক্লিস্টচকো জানান, প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সামনে শুধু একটি রাস্তাই খোলা রেখেছেন। তা হলো- স্বাধীনতা চত্বর ছেড়ে বাড়ি ফিরে যাওয়া।

এদিকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের তরফ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের ক্ষমতা সীমিত করতে বিরোধীদের প্রস্তাবিত এক সাংবিধানিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে সরকারদলীয় এমপিদের বিরোধিতার প্রতিবাদে নতুন করে এ বিক্ষোভ শুরু হয়। বিরোধীরা সংস্কার পরিকল্পনাটি বিল আকারে ভোটাভুটির জন্য সংসদে উত্থাপনের দাবি করেছিলেন। কিন্তু সরকারদলীয় সাংসদরা এর বিরোধিতা করেন।

বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন দখলের উদ্দেশে বিক্ষোভ শুরু করলে পুলিশি বাধার মুখে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুলিশ পার্লামেন্টের সামনে গাড়ির ব্যারিকেড দিয়ে রাখে।

এর আগে রবিবার থেকে বিক্ষোভকারীরা সরকারের দেওয়া এক সাধারণ ক্ষমার প্রতিশ্রুতির বিনিময়ে ভবনগুলোর দখল ছেড়ে দিতে শুরু করে। সোমবার সরকার সাধারণ ক্ষমা কার্যকর করার ঘোষণা দেয়।

তবে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সাংবিধানিক সংস্কার পরিকল্পনাকে কেন্দ্র করে এখন আবার নতুন করে এ সংঘর্ষ শুরু হলো।

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিরুদ্ধে এ সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে।

গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করায় ইউক্রেনের চলমান বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিয়েভের সিটি হল ও অন্যান্য সরকারি ভবনগুলো প্রায় দুই মাস ধরে দখল করে রেখেছিল। (সূত্র : বিবিসি, আল জাজিরা, রয়টার্স)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর