thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা নির্বাচিত স্নোডেন

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ০৯:৫৪:২৬
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা নির্বাচিত স্নোডেন

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁসকারী সাবেক সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র স্নোডেনের আইনজীবীর মাধ্যমে তার অনুমতি নিয়ে ছাত্র উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করেন।

ওই ছাত্ররা এক বিবৃতিতে বলেন, ‘অ্যাডওয়ার্ড স্নোডেনকে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।’

ছাত্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বেশ তাৎপর্যপূর্ণ পদ। ছাত্র উপদেষ্টার কাজ হলো ছাত্রদের প্রতিনিধিত্ব করা। একজন ছাত্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের গভর্নিংবডি ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেন।

এর আগে নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলা ও ইসরায়েলের পরমাণুসংক্রান্ত তথ্য ফাঁসকারী মোরডেকাই ভানুনু গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছিলেন।

বর্তমানে লিবারেল ডেমোক্রাট পার্টির নেতা চার্লস কেনেডি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের আগস্টে রাশিয়ায় সাময়িকভাবে আশ্রয় পেয়েছেন স্নোডেন। অবশ্য রাশিয়ার এই পদক্ষেপে যুক্তরাষ্ট্র বেশ নাখোশ হয়েছে। স্নোডেন বর্তমানে মস্কোর কোনো একটি এলাকায় বসবাস করছেন বলে ধারণা করা হয়। (সূত্র : এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর