thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কয়রা ও দীঘলিয়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১০:৪৭:৫৫
কয়রা ও দীঘলিয়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

খুলনা ব্যুরো : জেলার কয়রা ও দীঘলিয়া উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

সরেজমিন যোগীপোল ইউনিয়নের তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ফুলবাড়িগেট বকি প্রাথমিক বিদ্যালয় ও খানাবাড়ী স্কুলেও একই চিত্র দেখা গেছে।

দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কয়রা উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৫২৮ জন। মোট ভোটকেন্দ্র ৫৮টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৭টি। অপরদিকে, দীঘলিয়া উপজলোয় মোট ভোটার ৯৮ হাজার ৬৬০ জন। মোট ভোটকেন্দ্র ৪৯টি, ঝুঁকিপূর্ণ ২৮টি।

কয়রা উপজেলা সদর হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবদুল্লাহ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে ১ হাজার ৯০০ ভোটের মধ্যে ২৫ ভাগ ভোট পড়েছে।

দীঘলিয়া সরোয়ার খান ডিগ্রি কলেজের প্রিসাইডিং অফিসার শ্যামল কুমার দেবনাথ জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত তিন হাজার ভোটের মধ্যে ১০ ভাগ ভোট পড়েছে।

(দ্য রিপোর্ট/এটি/ইইউ/একে/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর