thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

প্রথম ধাপে ৭৩৪২ জন উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১১:৫৮:৩৩
প্রথম ধাপে ৭৩৪২ জন উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশি-বিদেশি ৭ হাজার ৩৪২ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইডব্লিউজি আওতায় ১৮টি সংস্থা এবং ৮টি সংস্থা নিজস্ব উদ্যোগে এ নির্বাচন পর্যবেক্ষণ করছে।

ইডব্লিউজির আওতায় গণকল্যাণ সংস্থার ৩০৩জন, লাইট হাউসের ২৮৮জন, সলিডারিটির ১১৭ জন, অ্যাসোসিয়েন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) ১০৯ জন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) ১১৬ জন, জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) ১০৭ জন, ওয়েভ ফাউন্ডেশনের ২৭১ জন, রাইপস যশোরের ১০০ জন, উত্তরণের ৯০ জন, রূপান্তরের ৯৬ জন, কোস্ট ট্রাস্টের ১১৪ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএস) ২৬৭ জন, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) ১৬১ জন, ডেমোক্রেসি ওয়াচ (ডিডব্লিউ) ২০৩ জন, খান ফাউন্ডেশনের (কেএফ) ২১১ জন, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের (বামাসপ) ১১৯ জন, ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) ১২০ জন এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) ২০০ জন পর্যবেক্ষক এ সব নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

এ ছাড়া অন্যান্য সংস্থা তাদের নিজস্ব উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ করছে। এগুলো হলো- একর্ডের ২০ জন, ব্রতীর ৫৮০ জন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) ১৮০ জন, ডেমোক্রেসি ওয়াচের (ডিডব্লিউ) ২০ জন, পল্লী দারিদ্র্য কল্যাণ সংস্থার ২৪ জন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ৪৯০ জন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ১ হাজার ৯৬০ জন এবং গ্রামীণ শক্তির ১ হাজার ৬৫ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত মজিনাসহ ৫৪ জন এবং অন্যান্য দূতাবাসের ১৭ জন এ নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

(দ্য রিপোর্ট/এমএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর