thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

সিঙ্গাইরে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১২:১০:১০
সিঙ্গাইরে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জ সংবাদদাতা : জেলার সিংঙ্গাইর উপজেলার চরদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থী আবিদুর রহমান খান রুমানের (আনারস) এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নানের (ঘোড়া) সমর্থকরা বুধবার সকাল ১০টার দিকে মারধরের হুমকি দিয়ে তাদের কেন্দ্র থেকে বের করে দেয় বলে অভিযোগ করেছেন আবিদুর রহমান রুমান।

রুমান অভিযোগ করে বলেন, ‘হান্নানের সমর্থকরা আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তারা ভোটে কারচুপি করার জন্যই এ ঘটনা ঘটায়।’ এ ব্যাপারে নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল হোসেন জানান, ‘বিএনপি সমর্থিত প্রার্থী রুমানের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার খবর শুনেছি। ভোটকেন্দ্রে এসে আনারস প্রতীকের কোনো এজেন্টকে পাওয়া যায়নি। তবে এজেন্ট দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউএস/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর