thereport24.com
ঢাকা, সোমবার, ১৭ মার্চ 25, ৩ চৈত্র ১৪৩১,  ১৭ রমজান 1446

গোসাইরহাটে নির্বাচন বর্জনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থীর

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১২:৫১:৪৮
গোসাইরহাটে নির্বাচন বর্জনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থীর

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্বাস মোল্লা। বুধবার দুপুর ১২টার দিকে তিনি এ ঘোষণা দেন।

আব্বাস মোল্লা অভিযোগ করে বলেন, ‘উপজেলার মধ্য মাছুয়াখালী কেন্দ্র, চরসাটিংয়া, দক্ষিণ রাণীসের, হাতুড়িয়া উচ্চ বিদ্যালয়, নাগেরপাড়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ কোদালপুর উচ্চ বিদ্যালয়, গরিবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়ায় নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/এএস/একে/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর