thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজীব হত্যার ৭ আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৩:০৩:০১
রাজীব হত্যার ৭ আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

কলকাতা প্রতিনিধি : রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত ৭ জনকেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার৷ তামিলনাড়ুর বিধান সভায় দাঁড়িয়ে বুধবার এ ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতা৷

তিনি বলেন, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবেই রাজীব হত্যার ৭ আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মঙ্গলবারই রাজীব গান্ধী হত্যায় জড়িত এ জি পেরারিভালন, মুরুগান, সন্থানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছিল সুপ্রিমকোর্ট৷ ওই তিনজন ছাড়াও মুক্তি দেওয়া হবে রবার্ট পিয়স, রবিচন্দ্রন, জয়াকুমার ও নলিনীকে।

শীর্ষ আদালতের সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যে জয়ললিতা সরকার এমন একটি সিদ্ধান্ত নেওয়ায় চমকে গেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷

তবে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কিছুই জানানো হয়নি বলে সূত্রের খবর৷ তাই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমে প্রচারিত খবর থেকে তারা বিষয়টি জানতে পেরেছেন৷

জয়ললিতা সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল জানিয়েছেন, সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে মানা উচিত ছিল৷

অন্যদিকে, জয়ললিতা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এমডিএমকে প্রধান ভাইকো৷ রাজীব হত্যাকারীদের মুক্তি দেওয়ার পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘হত্যাকারীদের পরিবারের সদস্যরা স্বস্তি পাবেন৷’

(দ্য রিপোর্ট/এসএম/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর