thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপির অভিযোগ ‘রাজনৈতিক প্রচার’ : ইনু

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৩:০১:০৪
বিএনপির অভিযোগ ‘রাজনৈতিক প্রচার’ : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপির অভিযোগকে ‘রাজনৈতিক প্রচার’ অভিহিত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘বিএনপির প্রতিনিধি দল উপজেলা নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক করেছে, সেটি রাজনৈতিক প্রচার ছাড়া কিছুই নয়।’

তিনি বলেন, ‘দিনের আলোতে ভোট হচ্ছে, গণমাধ্যমের চোখের সামনে ভোট হচ্ছে, দেশবাসীর চোখের সামনে ভোট হচ্ছে। নির্বাচনে প্রশাসন ও সরকারের তরফ থেকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে। ফলে এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার দুপুর ১২টায় ভোট প্রদানের আগে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

জাওয়াহিরির অডিও ছড়ানোর অভিযোগে এক যুবক গ্রেফতার হওয়ার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আপত্তিজনক বার্তা পুনঃপ্রচার করলেই তথ্য-প্রযুক্তি আইনে অপরাধী হবে। যাকে গ্রেফতার করা হয়েছে, সে দেশবিরোধী বার্তা প্রচারের সঙ্গে যুক্ত। সে দেশের মঙ্গল চায় না।’

কেন্দ্রীয় নারীজোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীনসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী তার গ্রামের বাড়ি থেকে হেঁটে ভোটকেন্দ্রে আসেন।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর