thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে এক সপ্তাহ বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষেধ

২০১৬ ডিসেম্বর ২১ ২২:৪৫:৫৮
চট্টগ্রামে এক সপ্তাহ বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষেধ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র ৭ দিন চট্টগ্রামে বৈধ অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বুধবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার এ নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়, শেরে বাংলা নগর, ঢাকা ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখের জারিকৃত নির্বাচন পরিচালনা সংক্রান্ত নির্দেশনা মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ থেকে ১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত নগরীতে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণকে আগ্নেয়াস্ত্রসহ চলাচল, অস্ত্রবহন ও প্রদর্শন না করার জন্য নির্দেশনা জারি করা হল।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর