thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৩:২১:৫১
রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও পশ্চিম মানিকদিয়ায় আসমা বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বুধবার সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই নূর হোসেন জানান, ১০-১২ বছর আগে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। জাহাঙ্গীর বর্তমানে চট্টগ্রাম আছেন।

তিনি আরও জানান, সপ্তাহখানেক আগে বিয়ে সংক্রান্ত এক বিষয়ে জাহাঙ্গীরের সঙ্গে তার ঝগড়া হয়। পরে জাহাঙ্গীর তাকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে আসমা আত্মহত্যা করতে পারে।

তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর