thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, গুলি

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৩:৩০:৫১
যশোরে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, গুলি

যশোর অফিস : যশোর অভয়নগর রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দুপুর ১২টায় শতাধিক লোক ভোটকেন্দ্র দখল করতে আসে। এ সময় প্রিজাইডিং অফিসার আশিষ কুমার নন্দির নির্দেশে পুলিশ ২ রাউন্ড গুলি ছোড়ে। এ পরিস্থিতিতে ভোটকেন্দ্র দখল করতে আসা লোকজন পিছু হটে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। ঘটনার পর পর জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান কেন্দ্রটি পরিদর্শনে আসেন। তিনি এ সময়, প্রিজাইডিং অফিসারকে যেকোনো পরিস্থিতি কঠোর হাতে মোকাবেলার নির্দেশ দেন।

খুলনা বিভাগের ডিআইজি এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘পুলিশ-র‌্যাব-বিজিবি অ্যাকশনে যাওয়ায় তারা পিছু হটে। সেখানে পুলিশ-র‌্যাব-বিজিবি মোতায়েন করা হয়েছে।’

প্রিজাইডিং অফিসার আশিষ কুমার নন্দি জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৯২ জন। তাদের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৬০০ জন ভোট দিয়েছেন। আতঙ্কে ভোট কেন্দ্র থেকে ভোটার চলে গিয়েছে।

(দ্য রিপোর্ট/একে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর