thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিংড়ায় কেন্দ্র দখলের অভিযোগ

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৩:৪০:৪৬
সিংড়ায় কেন্দ্র দখলের অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় উপজেলার কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। কেন্দ্রে আসতে সাধারণ ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম ভোলা।

অভিযোগে তারা জানান, ‘এ কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। সাধারণ ভোটাররা ভোট দিতে পারছেন না। তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম ভোলা ( ঘোড়া) বলেন, ‘দল সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান ফনুর সমর্থকরা কেন্দ্রটি দখলে রেখেছেন। নিরাপত্তার অভাবে এজেন্টরা বেরিয়ে গেছেন।’

অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসার বিমল চন্দ্র পাল বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।’

নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, ‘প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে, প্রশাসনের কোনো পক্ষপাতিত্ব নেই। তবে প্রার্থীরা কেউ অভিযোগ করলে আমাদের কিছু করার নেই।’

(দ্য রিপোর্ট/এমআই/একে/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর