thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সাতক্ষীরায় উপসম্প্রচারকেন্দ্র পরিদর্শন করলেন বিটিভি মহাপরিচালক

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৩:৫৫:২৮
সাতক্ষীরায় উপসম্প্রচারকেন্দ্র পরিদর্শন করলেন বিটিভি মহাপরিচালক

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা উপসম্প্রচারকেন্দ্র পরিদর্শন করেছেন বিটিভির মহাপরিচালক ম. হামিদ। মহাপরিচালক বুধবার সকাল সাড়ে ১০টায় উপসম্প্রচারকেন্দ্রে পৌঁছে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

ম. হামিদ বলেন, ‘সাতক্ষীরা উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে। তিনি উপকেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’

উপকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনিমেষ কুমারসহ বিটিভির বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় তিনি বিটিভি’র খুলনা কেন্দ্রের উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/একে/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

(দ্য রিপোর্ট/এমআরইউ/একে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর