thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

একশ ডলারের নতুন নোট

২০১৩ অক্টোবর ০৮ ১৪:৪৭:১০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
একশ ডলারের নতুন নোট
দিরিপোর্ট২৪ ডেস্ক : জালিয়াতি ঠেকাতে বাজারে একশ ডলারের নতুন নোট ছেড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। মঙ্গলবার বাজারে আসা এই নোটে বিভিন্ন ধরনের নিরাপত্তা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

১৯৬৯ সাল থেকে বিশ্বব্যাপী মুদ্রা বিনিময়ে একশ ডলারের নোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নোটে আছে যুক্তরাষ্ট্রের বিপ্লবের অন্যতম নেতা বেনজামিন ফ্রাংকলিন এবং ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হলের ছবি।

এখন এককোণে যোগ করা হয়েছে হলুদরঙে লেখা একশ, ফ্রাংকলিন ও ফিলোডেলফিয়ার লিবার্টি বেলের রঙে আনা হয়েছে পরিবর্তন। এছাড়া আড়াআড়িভাবে যোগ করা হয়েছে নিরাপত্তা রিবন। রিবনে লেখা আছে একশ ডলার ও ইউএসএ।

এই নকশা বদলের পেছনের মূল কারণ হলো জাল নোট ঠেকানো। যা দিন দিন বেড়ে চলেছে। ফেডারেল রিজার্ভের প্রোগ্রাম ম্যানেজার ইন চার্জ অব কারেন্সি এডুকেশন সনযা ডনবুর্গ এএফপিকে জানান, এই নোট সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই নোটের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহৃত হয়। সেখানে সবচেয়ে বেশি জাল হয়।

তিনি আরো বলেন, আমরা নোট জালিয়াতির হুমকি থেকে এগিয়ে থাকতে চাই, আমরা জনসাধারণকে রক্ষা করতে চাই’।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর