thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

কণ্ঠশিল্পী আরফিন রুমীর জামিন মঞ্জুর

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৪:১৩:৫৫
কণ্ঠশিল্পী আরফিন রুমীর জামিন মঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : কণ্ঠশিল্পী আরফিন রুমীর জামিন মঞ্জুর করেছেন আদালত। প্রথম স্ত্রী লামইয়া ইসলাম অনন্যার দায়ের করা নারী নির্যাতন মামলায় দশ হাজার টাকা বন্ডে বুধবার তিনি জামিন পান।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঢাকা-৫ এর বিচারক তানজিনা ইসমাইল এ আদেশ দেন।

আরফিন রুমীর বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় বিয়ে করেন রুমী। কামরুন নেছাকে বিয়ে করার পর প্রথম স্ত্রী অনন্যার প্রতি অত্যাচারী হয়ে ওঠেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ১১ অক্টোবর অনন্যাকে মারধর করেন রুমী। এ ঘটনায় ১২ অক্টোবর রুমীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন অনন্যা।

মোহাম্মদপুর কাঁটাসুর এলাকায় কাজিরাবাদ হাউজিংয়ের ভাড়া বাসা থেকে আরফিন রুমী ও তার ভাই রনিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতার হওয়ার পর দিন রুমীকে শর্তসাপেক্ষে জামিন দেন ঢাকা মহানগর হাকিম মো. আনোয়ার সাদাত।

এ বছরের ১৩ ফেব্রুয়ারি প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় রুমীর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরিফুর রহমান।

উল্লেখ্য, ২০০৮-এর ১৭ এপ্রিল পারিবারিকভাবে রুমীর সঙ্গে লামইয়া ইসলাম অনন্যার বিয়ে হয়।

(দ্য রিপোর্ট/জেএ/একে/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর