thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সুনামগঞ্জের ৩ উপজেলায় ভোট গ্রহণ চলছে

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৪:৪৪:০২
সুনামগঞ্জের ৩ উপজেলায় ভোট গ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তিন উপজেলার ২০২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- শিল্পনগরী ছাতক, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ।

উপজেলায় চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩০ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিন উপজেলায় মোট ভোটার চার লাখ ৬০ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২৮ হাজার ৫৫২ ও নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ৭৯৪ জন।

জেলা নির্বাচন অফিস জানায়, কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যরা টহল দিচ্ছে।

তিন উপজেলায় ১২ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে আট, ভাইস চেয়ারম্যান পদে আট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ২২ হাজার ২৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৭০৫ জন এবং নারী ভোটার এক লাখ ১১ হাজার ৫৫৭ জন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নয় এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার এক লাখ ৮ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৯৬০ ও নারী ভোটার ৫৪ হাজার ৫০৯ জন।

অপরদিকে দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সাত, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার এক লাখ ২৯ হাজার ৬১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৮৮৭ ও নারী ভোটার ৬৫ হাজার ৭২৮ জন।

(দ্য রিপোর্ট/এসএটি/ইইউ/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর