thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সাভারে দেয়াল ধসে মাদ্রাসা ছাত্র নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৪:৪৫:৫৩
সাভারে দেয়াল ধসে মাদ্রাসা ছাত্র নিহত

সাভার সংবাদদাতা : সাভারে দেয়ালের নিচে চাপা পড়ে ফরহাদ হোসেন (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র একই এলাকার বাহারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ও পার্শ্ববর্তী আক্রান মহল্লার ফিরোজ হোসেনের ছেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মাদ্রাসা ছাত্র তার সহপাঠীদের সঙ্গে খাগান এলাকার বাহারুল উলুম মাদ্রাসার পাশের একটি মাঠে খেলা করছিল। এ সময় মাঠের পাশেই মুরদা হোসেনের বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে পড়লে মাদ্রাসা ছাত্র ওই দেয়ালের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এমডি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর