thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

চট্টগ্রামে দেড় শ’ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা

২০১৬ ডিসেম্বর ২৬ ২১:২০:৫৮
চট্টগ্রামে দেড় শ’ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ১০জন বীরাঙ্গনা, ৫জন সাংবাদিক মুক্তিযোদ্ধাসহ ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে ২৬ ডিসেম্বর (সোমবার) নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

সপরিবারে মুক্তিযোদ্ধাদের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে নগদ ১০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন মেয়র নাছির।

সংবর্ধিত কয়েকজন মুক্তিযোদ্ধারা হলেন, সাবেক গণপরিষদ নেতা ও সংসদ সদস্য ইসহাক মিয়া, সংসদ সদস্য আবু সালেহ, সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মরহুম মৌলভী সৈয়দ আহমদ, জহুর আহমদ চৌধুরীর সন্তান মাহতাব উদ্দিন চৌধুরী, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা তরিকুন নেছা, শরীফা বেগম, আনোয়ারা বেগম, সুফিয়া বেগম, আমেনা খাতুন, কল্পনা সূত্রধর, আমেনা খাতুন, জোহরা খাতুন, ঝর্ণা ও ফজরের নেছা এবং ৫ জন সাংবাদিক মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ, দৈনিক পূর্বকোণের চীফ রিপোর্টার নওশের আলী খান, প্রবীণ ফটো সাংবাদিক দেব প্রসাদ দাশ দেবু এবং দৈনিক আজাদীর সহ- সম্পাদক মরহুম ওসমানুল হকসহ ১৫০ জন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ ইসহাক মিয়া, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, সাংসদ মিসেস সাবিহা নাহার মুসা, রাশিয়ার কনস্যুল জেনারেল মি. ওলেগ পি বয়কো, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় দূতাবাসে সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডের কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান সংবর্ধিত মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংবর্ধিত মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/ডিসেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর