thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সারাদেশে কয়েকটি ভোটকেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ

আহত ২০, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৫:২২:১৫
আহত ২০, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম দফায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে দেশের কয়েকটি স্থানে কিছু কেন্দ্রে ব্যালট বাক্স ও পেপার ছিনতাইসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় সারাদেশে ২০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ জেলার সদর উপজেলার গান্না ও বালিডাঙ্গা বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হয়েছেন। কাঞ্চননগর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে সরকারদলীয় সমর্থকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এ সময় মিলন নামে বিএনপি সমর্থক প্রার্থী আব্দুল আলিমের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

শৈলকুপা উপজেলার মথুরাপুর ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ায় দোগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমানকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

নরসিংদীর পলাশে ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ভোটকেন্দ্রে ভোটদানে বাধা সৃষ্টি করার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট আজাহার মন্ডলকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরে একটি ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদার রহমান হিরু মন্ডলের পোলিং এজেন্টদের মারপিট করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর শাহী সুমনের কর্মীরা বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভোটাররা আতঙ্কে রয়েছেন।

সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। কর্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২টি ব্যালট বাক্স ছিনতাই করেছে ক্ষমতাসীন দলের কর্মীরা। এ ঘটনার কারণে এ সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এ উপজেলায় সন্ত্রাসী হামলা ও ভোট কারচুপির অভিযোগে আরও চারটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

গাজীপুর জেলার কাপাসিয়ার রামপুর, কুড়িহাতা ও ইকোরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দখল এবং খুদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ব্যালট পেপার ছিনতাই করে নেয় ক্ষমতাসীন দলের সমর্থকরা। এ সব কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের মেরে বের করে দেয় তারা।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ ও আশিক আহমদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশ-শিবিরের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামন সুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিভিন্ন কেন্দ্র থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের পোলিং এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমানের সমর্থকরা জাল ভোট দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সিংহাটি মদিনাপুর উলুম কওমি মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খান নজরুল ইসলাম ও বিএনপি সমর্থিত প্রার্থী এম সাইফুর রহমান মিন্টুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বাধা না দেওয়ায় শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাসির উদ্দিন এবং কনস্টেবল শহিদুল ইসলাম ও মুহাম্মদ নুরুকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার এ কে এহসান উল্লাহ অভিযুক্ত এএসআই নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত এবং কনস্টেবল শহিদুল ইসলাম ও মুহাম্মদ নুরুকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠিয়ে দেন। বাকেরগঞ্জ উপজেলায় এ এস এম আতিকুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএইচ-এসআর/এমডি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর