thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

গ্লাস্কো স্মিথক্লাইন ও ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৫:২৯:১৯
গ্লাস্কো স্মিথক্লাইন ও ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হচ্ছে- গ্লাস্কো স্মিথক্লাইন ও ট্রাস্ট ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় গ্লাস্কো স্মিথক্লাইনের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি রাত ৮টায় ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

উভয় কোম্পানির সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানির অন্যান্য বিষয়ের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে উভয় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগের বছর ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ বোনাস শেয়ার এবং গ্লাস্কো স্মিথক্লাইন ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএইচ/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর