thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভোলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বয়কট

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৫:৪০:০৭
ভোলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বয়কট

ভোলা প্রতিনিধি : জেলার লালমোহন উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটো পরাজয়ের ভয়ে নির্বাচন বয়কট করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ। টিটো তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘোষণা দেন।

টিটো অভিযোগ করে বলেন, সরকারদলীয়রা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। প্রশাসনসহ কেউ কিছুই বলছে না। তাই আমি নির্বাচন বয়কট করেছি।

গিয়াস উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। তার কোনো ভোটাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি। ভোটাররা বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটে অংশগ্রহণ করেছে। তবে টিটো নির্বাচনে পরাজয়ের ভয়ে মিথ্যা অভিযোগ করছেন বলে তিনি জানান।

ভোলার সহকারী পুলিশ সুপার মাহাফজুর রহমান জানান, বিএনপির বিদ্রোহী প্রার্থী টিটোর সব অভিযোগ মিথ্যা। সবগুলো কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত রয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, বয়কটের বিষয়টি অন্যদের কাছে শুনেছি। তবে টিটো এখনও লিখিতভাবে বয়কটের ঘোষণা দেননি।

(দ্য রিপোর্ট/জেএসবি/ইইউ/এমডি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর