thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

টেকনাফে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ

২০১৬ ডিসেম্বর ২৮ ১৫:৫৬:০৯
টেকনাফে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ

চট্টগ্রাম অফিস : কক্সবাজারের টেকনাফ থানার সেন্টমার্টিনের কাছে নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড পূর্বজোন। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা। পরবর্তীতে এসব ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিকট হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড পূর্বজোনের লে. কমান্ডার বিএন ওমর ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পূর্বজোনের অধীন সিজি স্টেশন টেকনাফের একটি টহল দল স্টেশন কমান্ডর সা. লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে টেকনাফ থানার সেন্টমার্টিন দ্বীপের অদূরে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে ধাওয়া করে। এ সময় পাচারকারী বোট হতে পাথর ছুড়ে মারে। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ওই বোটকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে। এ সময় পাচারকারিরা বোট থেকে ইয়াবাভর্তি ব্যাগ নদীতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরে সে ব্যাগ থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এইচ/এমকে/ডিসেম্বর ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর