thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

প্রাইভেট কার নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:০৪:৩৯
প্রাইভেট কার নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাইভেট কার নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর গুলিস্তানে যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী প্রাইভেট কারের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছেন। আশা করি, সরকারের পদক্ষেপের সুফল জনগণ কিছু দিনের মধ্যে দেখতে পাবে।

ওবায়দুল কাদের বলেন, দেখা গেছে একই পরিবারের ৮ থেকে ১০টি গাড়ি রয়েছে। এরা কখনও একইসঙ্গে বাইরে বের হচ্ছে। তখন এ গাড়িগুলো রাস্তায় যানজট সৃষ্টির অন্যতম কারণ।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর