thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মতিঝিলে যান চলাচল স্বাভাবিক

২০১৩ নভেম্বর ০৬ ১৩:০৮:৩২

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষদিন বুধবার যান চলাচল ও মানুষের কর্মচাঞ্চল্যে স্বাভাবিক হয়ে উঠেছে মতিঝিল এলাকা।

সকাল থেকেই অন্যান্য সাধারণ দিনের মতো যাত্রীবাহী বাস, মিনিবাস, লেগুনা, অটোরিকশা ও সিএনজি চলাচল করতে দেখা গেছে। কোনো কোনো সময় শাপলা চত্বরের বাস স্টপেজে একাধিক যাত্রিবাহী বাস থামার কারণে যানজটের সৃষ্টি হয়।

হরতাল কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোর থেকেই পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছেন সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মতিঝিল থানার পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার দিরিপোর্ট২৪কে জনান, ‘সকাল থেকে মতিঝিল এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু’একটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এ এলাকায় শান্তি বিরাজ করছে। সকাল থেকে কয়েকবার টহল দিয়েছি, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি লক্ষ্য করা যায়নি।’

(দিরিপোর্ট২৪/এনটি/এমসি/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর